প্রধান পাতা

বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি নাথ পরলোকে

(Last Updated On: )

কধুরখীল ইউনিয়নের নাথপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি নাথ বাধক্যজনিত কারণে (৬৫) বছর বয়সে ৬ আগষ্ট শুক্রবার রাত ১২ টার সময় নিজ বাড়িতে পরলোক গমন করেন। দিব্যানঃ লোকান সঃ গচ্ছতু।

মৃত্যুকালে তিনি স্রী, ৩ ছেলে, পূএবধু, নাতি – নাতনিসহ অসংখ্য আত্নীয় – স্বজন ও গুণাগ্রাহি রেখে যান। মুক্তিযোদ্ধা মৃনাণ কান্তি নাথের মৃত্যুতে বোয়ালখালী উপজেলা প্রশাসন এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার শ্রদ্ধা নিবেদন করেন।

শোকঃ মৃনাল কান্তি নাথের মৃত্যুতে শোক জানিয়েছেন কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, কধুরখীল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক দিদারুল আলম, যুগ্ন আহবায়ক রাজীব চক্রবর্তী, নাথ কল্যান সমিতি বোয়ালখালী উপজেলার সভাপতি শিক্ষক বাদল কান্তি নাথ, সিনিয়র সহ – সভাপতি শিক্ষক মীন নাথ( পুলিন), সাধারণ সম্পাদক বিকাশ নাথ,সাংগঠনিক সম্পাদক শিবু নাথ, কধুরখীল নাথপাড়া সমাজ কল্যান সমিতির সভাপতি ইউপি সদস্য ঝুন্টু চরণ নাথ, সাধারণ সম্পাদক সঞ্জয় নাথ ( পায়েল), আকুবদন্ডী নাথপাড়া সমাজ কল্যান সমিতি পরিচালনা পরিষদ, কধুরখীল ইউনিয়ন ছাএলীগের প্রচার সম্পাদক প্রিয়তোষ দেবনাথ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।