বোয়ালখালীতে সারোয়াতলী খিতাপচরস্থ মুক্তপ্রাচীর খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি পরিদ গঠিত হয়েছে । ২৯ জুলাই শুক্রবার বিকালে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত অসরের সভায় ৩১ সদস্য বিশিষ্ঠ ম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয় ।
সভায় প্রধান অতিথি ছিলেন কেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এডবোকেট শৈবাল আদিত্য, বিশেষ অতিথি ছিলেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল।
খেলাঘর সংগঠক এস এম শাহনেওয়াজ আলী মির্জার সভাপতিতেএম মছিবুর রহমান বাবুলের পরিচালনায় সভায় সম্মেলন প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক এস এম সাহেদ হোসাইন ছোটন,সামিউল ইনলাম ফাহিম, আবু নাঈম বাবু,মো. মামুন, নাহিদা আকতার, পাপড়ি দত্ত,সানজু আকতার,আবিদা রহমান আফিফা,মিফতাহুল ওয়াসিফ,আরিয়া নুর তানহা,মাহনাজ আকতার, জয়ন্তী বৈদ্য, তিশি নাগ, মেহেরুন্নেছা,আকলিমা হোসেন,ছামিন হানিফ, শহিদুল ইসলাম,মুশফিকুর রহমান প্রমুখ ।
সভায় এস এম শাহনেওয়াজ আলী মির্জাকে চেয়ারম্যান,এম মছিবুর রহমান বাবুলকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন ও সেপ্টেম্বরের প্রথম সপ্তায় সম্মেলন অনুষ্ঠানের স্দ্ধিান্ত গৃহিত হয় ।
(Last Updated On: )