চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপে মাদ্রাসা ছাত্র ইফতেখার মালিকুল মাশফিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানার শিক্ষক জাফর আহমেদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। এরআগে গতকাল মাদ্রাসার তিন শিক্ষককে পুলিশ হেফাজতে নিলেও রাতে দুজনকে ছেড়ে দিয়ে জাফরকে মাশফির মামার করা মামলায় গ্রেপ্তার দেখায়। বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইফতেখার মালিকুল মাশফি হত্যা মামলায় মাদ্রাসা শিক্ষক আমরা জাফর আহমেদকে গ্রেপ্তার করেছি। আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’এর আগে, শনিবার রাতে নিহতের মামা মাসুদ খান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। নিহতের ভাই মাজেদ বলেন, ‘আমার ভাই কয়েকদিনের মধ্যে আমপাড়া নেয়ার কথা ছিল। তাকে মাদ্রাসায় পাঠানোর পরের দিন সকালে খবর পাই সে ওয়াশরুমে যাওয়ার কথা বলে রুম থেকে বের হলে তাকে আর পাওয়া যাচ্ছে না। পরে মাদ্রাসায় গিয়ে আমরা অনেক খোঁজাখুঁজির পর দুই তলার স্টোর রুমে কম্বল মোড়ানো গলা কাটা অবস্থায় মাশফিকে দেখতে পাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আমি ভাই হত্যার সঠিক ও সর্বোচ্চ বিচার দাবি করছি।’ উল্লেখ্য, শনিবার সকালে বোয়াখালীর পশ্চিম চরণদ্বীপ হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানায় স্টোর রুম থেকে মাদ্রাসা ছাত্র ইফতেখার মালিকুল মাশফিকের কম্বল মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে মাথা ফাটলো সদস্যপ্রার্থীর
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত এক সাধারণ সদস্যকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিদ্বন্দ্বীর প্রার্থীর লোকেরা। সোমবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এসে সাধারণ সদস্য প্রার্থী রেজাউল করিম শাহেদ এ হামলার শিকার হন। আহত শাহেদ উপজেলা […]
বোয়ালখালীতে ঘরের দরজায় কাফনের কাপড়, এলাকায় আতঙ্ক
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীতে এক পরিবারের ঘরের দরজার সামনে কাফনের কাপড় রেখে গেছেন দুর্বৃত্তরা। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকায়। এ ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে ১৩ জুলাই, বুধবার থানায় সাধারণ ডায়েরী করেছেন গৃহকর্তা মো. মিজানুর রহমান। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর আদু খা […]
বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের ১৪তম সম্মেলন অনুষ্ঠিত
(Last Updated On: ) “বন্ধু মিছিলে এসো,ধরো শ্লোগান রুখো সন্ত্রাস-দখলদারিত্ব-শিক্ষাবানিজ্য-আগ্রাসন” এ আহবানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বোয়ালখালী উপজেলার ১৪ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার (২০ জানুয়ারী ২৩) সকাল ১০ টায় বোয়ালখালী বিআরডিবি প্রশিক্ষণ হলে জাতীয় সংগীত ও সংগঠনের সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ঠ শ্রমিক নেতা,সংষ্কৃতি সংগঠক মোহাম্মদ আলী।সংগঠনের সভাপতি রুপন দাশের সভাপতিত্বে সাধারণ সম্পাদক […]