চট্টগ্রামের বোয়ালখালীতে মসজিদের গ্রিল কেটে অর্ধলক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।
বুধবার (৩১ আগস্ট) ভোর রাতে পৌরসভার ৬নং ওয়ার্ড বহদ্দার পাড়া জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
মসজিদের মুয়াজ্জিন মাওলানা রফিকুল ইসলাম জানান, ফজরের আযান দিতে গেলে মসজিদের গ্রিল কাটা দেখে বিষয়টি সবাইকে জানাই।
এসময় মসজিদের মাইকের মেশিন, মাইক্রোফোন,ব্যাটারি ও আইপিএসসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকার অধিক বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম হোসেন।