বোয়ালখালীতে ১শ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ অনুরুপ শীল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
অনুরুপ পটিয়া উপজেলা ছনহরা ৭নং ওয়ার্ডের বিশ্বনাথ শীলের ছেলে।
আজ শনিবার (৩ জুলাই) তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোর্পদ করা হয়েছে জানালেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম।
তিনি বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০টি প্লাস্টিকের পলিথিন ভর্তি ১০ লিটার করে ১শ লিটার ছোলাই মদ পাওয়া গেছে বলে জানান ওসি।