বোয়ালখালীতে বিশিষ্ট ব্যবসায়ী শিবু সেন(৫১) পরলোক গমন করেছেন । আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বোয়ালখালী উপজেলা সদরের পূর্ব গোমদন্ডী সেন পাড়াস্থ নিজ বাড়ীতে পরলোক গমন করেন ।
মৃত্যূকালে তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । তিনি সচিন্দ্র সেনের প্রথম ছেলে ।
শিবু সেন সভাপতি পূর্ব গোমদন্ডী প্রগতি সংঘ ও পূর্ব গোমদন্ডী শ্রী শ্রী লোকনাথ মন্দির এর সভাপতি দিশারী খেলাঘর আসরের উপদেষ্ঠা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন ।
তাঁর অকাল মৃত্যুতে খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল, সাধারন সম্পাদক কাজল নন্দী, দিশারী খেলাঘর আসরের সভাপতি জামাল আবদুল নাসের, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজমা আকতার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক অধীর দে , গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ, পাইলট ৯০, পূর্ব গোমদন্ডী প্রগতি সংঘের লিটন গুহ ও পূর্ব গোমদন্ডী শ্রী শ্রী লোকনাথ মন্দিরের সাধারণ অর্পিত দত্ত গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।