উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধা কুলছুমা বেগম পেলেন মাথা গোঁজার ঠিকানা।
পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের উদ্যোগে মুজিববর্ষে ভূমিহীন দরিদ্রদের গৃহনির্মাণ কর্মসূচির আওতায় নান্দনিক এ ঘর পাচ্ছেন কুলছুমা বেগম।
স্থানীয়রা জানান,পশ্চিম শাকপুরা সিপাহি ঘোণার কুলছুমা বেগমের স্বামী মারা গেছেন সাত বছর আগে। এক মেয়ে ও দুই ছেলে তাঁর। অভাব-অনটনের সংসারে ছেলে-মেয়ের পড়ালেখা করাতে পারেননি। দিনমজুর স্বামী সোলইমান ছিলেন ভূমিহীন। ভিটেহারা সোলাইমানের মৃত্যুর পর কুলছুমা শেষ বয়সে যখন অন্ধকার দেখছিলেন ঠিক তখনই আলোর মশাল হাতে নিয়ে হাজির হয় পুলিশ। মুজিববর্ষের অঙ্গীকারে পুলিশের উদ্যোগ পাল্টে দিয়েছে তাঁর জীবন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান, পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে দুই লক্ষ ২০ হাজার টাকা ব্যয় নির্মাণ ধরা হলেও এখানে জায়গা কেনাসহ ১০ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে।
সারা দেশে এই ঘর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি ড. বেনজীর আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার কথা রয়েছে।