প্রধান পাতা

বোয়ালখালীতে বীরমুক্তিযোদ্ধা মফিজ মাস্টারের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

(Last Updated On: )

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বোয়ালখালী উপজেলা কমিটির সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সদস্য বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান চৌধুরী প্রকাশ মফিজ মাস্টার(৮৫) শুক্রবার( ২২ জানুয়ারী) দিবাগতরাত ১১.৫০ টায় ইন্তেকাল করেছেন ।( ইন্না লিল্লা….রাজেউন)

তিনি উত্তর গোমদন্ডী ফুলচাঁদ চৌধুরী বাড়ীর মরহুম আলী আহমদ চৌধুরীর ছেলে ।

আজ শনিবার (২৩ জানুয়ারী)বাদ জোহর স্থানীয় উত্তর গোমদন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে গার্ড অনার ও জায়নাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয় ।তিনি ২০০৭ সালে কধুরখীল পাঠানপাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহন করেন ।

মৃত্যুকালে তিনি ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান । গত ২০ নভেম্বর তাঁর স্ত্রী ইন্তেকাল করেন ।

বাদ জোহর তাঁর মরদেহ জায়নাজা স্থলে আনা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে গার্ড অনার প্রদান শেষেে উপজেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে সম্মান জানানো হয় । এরপর শ্রদ্ধা জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলা কমিটি, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী, কধুরখীল পাঠানপাড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোয়ালখালী,পৌর সভা কৃষকলীগ,পৌরসভা গাউছিয়া কমিটি,পূর্বাশা খেলাঘর আসর ।

মরহুমের জায়নাজায় ইমামতি করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ওবাইদুল হক হক্কানী ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম,বীর মুক্তিযোদ্ধা আবুল বশর কমান্ডার, বোয়ালখালী নিউজ ডট কমের সম্পাদক আবুল ফজল বাবুল,পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নুরুল গনি শাহ, পৌর কাউন্সিলর মো. সিরাজুল হক , পৌরসভা ইসলামী ফ্রন্টের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কমরেড আবদুল নবী, সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক কানাই দাশ,সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন ,ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী বোয়ালখালী উপজেলা কমিটির আহবায়ক অমল কান্তি নাথ,শেখ মোজাফ্ফর আহমদ,খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কাজল নন্দী, দিশারী খেলাঘর আসরের সভাপতি জামাল আবদুল নাসের,সহ সাধারন সম্পাদক নাজমা আকতার,পূর্বাশা খেলাঘর আসরের সভাপকি শেখ আরিফ উদ্দিন জুয়েল , সাধারন সম্পাদক সজীব নাথ, বোয়ালখালী পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, ক্ষেত মজুর সমিতি বোয়ালখালী উপিজেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।