শিব চতুদর্শী পূজা উপলক্ষে বিভিন্ন শিব মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালীর সভাপতি শ্যমল বিশ্বাস । আজ বৃহষ্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় সারোয়াতলী ভোলানাথ শিব মন্দির,শাকপুরা শিব মন্দির,জগদ্বীশ্বরী কালি শিব মন্দির, আমুচিয়া শিব মন্দির, মহাশ্বশান শিব মন্দির, নাথ পাড়া শিব মন্দির,জগদানন্দ মিশন শিব মন্দির, গোমদন্ডী লোকনাথ মন্দির শিব মন্দির পরিদর্শন করেন তিনি ।
এসময় উপস্থিত ছিলেন মাণবাধিকার সংগঠক গোলাম মোস্তফা, পেুজা উদযাপন পরিষদের রাজু আচার্য্য, অসীম শীল,বিউটি চৌধুরী,সবুজ চক্রবর্ত্তী,রুমা নাথ,হারাধন চক্রবর্ত্তী,লাভলী চৌধুরী,সুরেশ চৌধুরী, মিন্টু শীল প্রমুখ ।