বোয়ালখালীতে সৃজনশীল, সেবাধর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন পাঠশালার ফ্রি কোভিট -১৯ টিকা নিবন্ধনের ১৪ম তম দিনে পশ্চিম গোমদন্ডী বানু’ মেম্বারের টেক এলাকায় অনুষ্ঠিত হয়।
আজ (১১ই আগষ্ট) বুধবার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন খেলাঘর জাতীয় পরিষদ সদস্য সাংবাদিক আবুল ফজল বাবুল ।
স্থানীয় সমাজসেবক মো. নুরুল আমিনের ব্যবস্থাপনায় মেয়রের বাড়ী, বদন আলীর বাড়ী,ঘোড়ার বাড়ী,উদ্যার বাড়ী, ডা. মোহন বাশীর বাড়ী,ধোয়া পাড়া ও মনু পাড়ার দুই শতাধিক মানুষের টিকা নিবন্ধন সম্পন্ন হয় ।
স্থানীয় সমাজ সেবক আবদুল হালিম, ইমরান হোসেন মুন্সি, আবদুল কাদের, বশির আহমদের সহযোগিতায় পাঠশালা’র নিবন্ধন কার্যক্রমে গনসংযোগ ও গনমাধ্যম প্রতিনিধি টিটন দে টিটু, গৌরব মজুমদার রন্টি, অন্তর দাশ ও বিজয় চক্রবর্তী অংশ নেন।
“প্রধান মন্ত্রীর অঙ্গিকার ,ভ্যাকসিন হবে সবার” এ প্রতিপাদ্য সফল করতে নিবন্ধিতদের মোবাইলে টিকা গ্রহনের তারিখ সম্বলিত ম্যাসেজ প্রাপ্তি সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহনের আহবান জানানো হয় ।