বোয়ালখালী থানাধীন পূর্ব কালুরঘাট এলাকায় একটি বহুতল ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে সীমা আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট ২ নম্বর ওয়ার্ডের খোরশেদ নামে এক ব্যক্তির মালিকানাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী ওই এলাকার বাসিন্দা শাহ আলমের মেয়ে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, সীমা আক্তার নামে ওই কিশোরী পাশের এক আত্মীয়ের বাসায় সেলাইয়ের কাজ শিখত। আজও সেখানে কাজ শিখতে গেলে ওই ভবনের ছয়তলা থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।