প্রধান পাতা

বোয়ালখালীতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পাঠশালার ফ্রি টিকা নিবন্ধন

(Last Updated On: )

সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পাঠশালা‘র ফ্রি টিকা নিবন্ধনের ৯ম তম দিনে কালাইহাট সিকদারবাড়ী আল-ফালাহ্ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

আজ (২রা আগষ্ট) সোমবার সকাল ৯ টায় কালাইয়ার হাট সিকদার বাড়ী আল- ফালাহ্ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে ফ্রি টিকা নিবন্ধন উদ্বোধন করেন আলহাজ্ব খতিব নুরুল ইসলাম রহিমী। এতে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বিকাল ৩টায় সারোয়াতলী ৯নং ওয়ার্ড এর সাবেক মেম্বার জসিম উদ্দিন এর সহযোগিতায় সারোয়াতলীর কনজুরী এলাকায় নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। আজ প্রায় সাড়ে তিন শতাধিক জনের নিবন্ধন সম্পন্ন করা হয়।

এতে পাঠশালা’র প্রযুক্তি ও দপ্তর প্রতিনিধি বিজয় চক্রবর্তী, অন্তর দাশ, জনি দাশ, গৌরব মজুমদার রন্টি, সুব্রত দত্ত রাজু পিকলু সরকার নিবন্ধন কার্যক্রমে অংশ নেন। খেলাঘর উপজেলা সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল প্রতিদিনের মত আজও নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন।