প্রধান পাতা

বোয়ালখালীতে প্রগতিশীল সংগঠক আবু আলম শরীফের ইন্তেকাল

(Last Updated On: )

বোয়ালখালীতে প্রগতিশীল সংগঠক আবু আলম শরীফ (৫৫) ইন্তেকাল করেছেন । ( ইন্না লিল্লাহে….. রাজেউন) । আজ মঙ্গলবার (০১ ফেব্রু :২২ ইংরেজী) সকাল ১১ টায় নগরীর একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন ।

মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । তিনি আকুবদন্ডী শরীফ পাড়ার মৃত আবদুর রশিদের ৩য় ছেলে । আজ বাদ এশা নিজ বাড়ীতে তাঁর জায়নাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে ।

আবু আলম শরীফ বোয়ালখালী উদীচী শিল্পী গোষ্টীর সাবেক সদস্য, কধুরখীল সারকারী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন ।

তাঁর অকাল মৃত্যুতে কধুরখীল সারকারী উচ্চ বিদ্যালয় পরিবার, বোয়ালখালী উদীচী শিল্পী গোষ্টীর সভাপতি ডা. অসীম কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দাশ, খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য ডা. মিহির বরণ বড়ুয়া , কিশোর -কানন খেলাঘর আসরের সভাপতি নন্দন দত্ত, সাধারণ সম্পাদক অষ্টম চৌধুরী, দিশারী খেলাঘর আসরের সভাপতি জামাল আবদুল নাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমা আকতার, বোয়ালখালী নিউজ ডট কম পরিবার গভীর শোক , শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।