আসন্ন বোয়ালখালী পৌর নির্বাচনের মনোনয়ন ফরম নিয়েছেন হাজী আবুল কালাম আবু।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে হাজী আবুল কালাম আবু মেয়র পদে মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.নুরুল ইসলাম।
তবে মনোনয়ন ফরম নেওয়ার সময় হাজী আবুল কালাম আবু উপস্থিত ছিলেন না।
তার পক্ষে মো. আবদুল, ছৈয়দ মোজাহেরুল হক মেম্বার, মোহাম্মদ আলী ও গোলাম হোসেন নান্নু এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মেয়র হাজী আবুল কালাম আবু জানিয়েছেন, ‘সুখে-দুঃখে এলাকাবাসীর সাথে ছিলাম, আগামী দিনেও যাতে আবারো কাঁধে কাঁধ মিলিয়ে বাকি কাজ গুলো শেষ করতে পারি সেজন্য মনোনয়ন ফরম নিলাম।’
ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ ও ১১ এপ্রিল ভোট।