প্রধান পাতা

বোয়ালখালীতে পূজা পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

(Last Updated On: )


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১০১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এতে সমীর চক্রবর্তীকে আহবায়ক ও রুবেল শীলকে সদস্য সচিব করা হয়।
শুক্রবার (২৭ মে) বিকেলে গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পূজা পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ঝুন্টু চৌধুরী। এতে প্রধান আলোচক ছিলেন জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব। রাজু আচার্য্যর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধীর দে। বিশেষ অতিথি ছিলেন রুবেল দত্ত, রাজীব সেন, দীপক দে, বাবুল শীল, সত্যপ্রিয় শীল, শ্যামাপ্রসাদ দাশগুপ্ত ও এড. প্রবাল শীল। বক্তব্য রাখেন শুভাশীষ চৌধুরী, কাজল চক্রবর্তী, বিশু ঘোষ, দুলাল চৌধুরী, জুয়েল চৌধুরী, টিসু বিশ্বাস, ডা.উত্তম চৌধুরী, সুমন আচার্য্য, বিউটি চৌধুরী, মিহির বিশ্বাস, রুমা নাথ, দীপেন চৌধুরী ও লিটন দে। অনুষ্ঠানে দীপ্তি মল্লিকের পরিচালনায় সংগীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীবৃন্দ।