বোয়ালখালীতে সৃজনশীল ও সেবাধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন পাঠশালা‘র ফ্রি টিকা নিবন্ধনের ১০ম দিনে পৌরসভার বহদ্দার পাড়া ইউছুফ তালুকদার বাড়ী,রুস্তম মাঝির বাড়ী, দৌলত বহদ্দার বাড়ী,ফজু বাপের বাড়ী এলাকার দুই শতাধিক জনগনকে টিকা নিবন্ধন করা হয়।
আজ (৩রা আগষ্ট) মঙ্গলবার সকাল ৯ টায় হযরত আলিম উদ্দিন শাহ (রঃ) মাজার প্রাঙ্গনে সমাজসেবক সার্ভেয়ার মো. আবদুর রহিমের ব্যবস্থাপনায় ফ্রি টিকা নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল ও পাঠশালার উদ্যোক্তা সুব্রত দত্ত রাজু।
বহদ্দার পাড়া জামে মসজিদের খতিব মৌলনা রফিকুল ইসলাম, ইউছুফ তালুকদার বাড়ী জামে মসজিদের খতিব মৌলনা শহিদুল ইসলাম,সমাজ সেবক মো. ইদ্রিছ সওদাগর, মুজিবুর রহমান সওদাগর, হাবিবুর রহমান, আমিনুর রহমান, বদিউল আলম, লিয়াকত আলী, আবুল হোসেন,মো. জামসেদ এর সহযোগিতায় নিবন্ধন কার্যক্রমে স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহন করেন খেলাঘর সংগঠক পিকলু সরকার, পাঠশালা’র প্রযুক্তি ও দপ্তর প্রতিনিধি বিজয় চক্রবর্তী, অন্তর দাশ, জনি দাশ, গৌরব মজুমদার রন্টি,রানা দত্ত, দিশারী খেলাঘর আসরের সমাজ কল্যান সম্পাদক রাজিয়া সুলতানা।
মানবিক ফ্রি টিকা নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য পাঠশালার প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা ।