প্রধান পাতা

বোয়ালখালীতে পাঠশালা’র ফ্রি টিকা নিবন্ধন উদ্বোধন

(Last Updated On: )

বোয়ালখালীর সৃজনশীল ও সেবাধর্মী কার্যক্রম পাঠশালা পৌরএলাকার ৪নং ওয়ার্ড দাসপাড়া থেকে টিকা নিবন্ধের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুলাই) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বিভুপদ ঘোষ ও খেলাঘর বোয়ালখলী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচীতে নিবন্ধনে প্রায় শতাধিক ব্যক্তি অংশগ্রহন করেন। এ সময় পাঠশালা’র গণমাধ্যম ও গনসংযোগ প্রতিনিধি টিটন দে টিটু ছাড়াও শ্রীচরন বিশ্বাস, অন্তর দাশ, বিজয় চক্রবর্তী, জনি দাশ এবং পাঠশালা’র উদ্যোক্তাও সংগঠক সুব্রত দত্ত রাজু উপস্থিত ছিলেন।