প্রধান পাতা

বোয়ালখালীতে পশুর হাটে মহিষের আক্রমণে কিশোরের মৃত্যু

(Last Updated On: )

বোয়ালখালীতে মহিষের আক্রমণে মো.কামরুল ইসলাম ইহাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কামরুল শ্রীপুর এলাকার মোরশেদ এর ছেলে।

আজ শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে শ্রীপুর নুরুল্লা মুন্সির হাটে গরু দেখতে যায় কামরুল। এ সময় এক ব্যবসায়ীর মহিষ আক্রমণ করলে গুরুতর আহত হয় কামরুল। নগরীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কামরুল মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।