বোয়ালখালীতে জায়গা জমির বিরোধের জের ধরে দুবৃর্ত্তের হামলায় ৪ জন আহত হয়েছে । বৃহষ্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা বাবুল ডাক্তারের বাড়ীতে এ ঘটনা ঘটে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অবসরপ্রাপ্ত শিক্ষক মৃদুল কান্তি দেব ।
আহতরা হলেন মৃত ব্রজেন্দ্র লাল দেবের ছেলে শিবু শংকর দেব (৫৮), বাবুল কান্তি দেবের স্ত্রী স্বপ্না দেব (৫২), শিব শংকর দেবের স্ত্রী রুপসী দেব (৪০), রাখাল দেবের স্ত্রী কান্তা দেব(৪৪) ।
আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহন করেছেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক মৃদুল কান্তি দেব জানান , চরখিজির পুর এলাকার মৃত আবদুল খালেকের ছেলে জসিম উদ্দিন ২০/৩০ সন্ত্রাসী নিয়ে বৃহষ্পতিবার সকাল ৭ টায় রড , খন্তা, ধারালো দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের খরিদা জায়গা দখল করতে আসলে এ ঘটনা ঘটে । এ সময় বাড়ীর নারীদেরও লাঞ্চিত করে পরনে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ।