প্রধান পাতা

বোয়ালখালীতে দুই কমিউনিটি সেন্টারকে ১৪ হাজার টাকা জরিমানা

(Last Updated On: )

সরকারী বিধিনিষেদ অমান্য করে বিয়ের আয়োজন করায় বোয়ালখালীতে দুই কমিউনিটি সেন্টারকে ৭ হাজার টাকা করে ১৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত ।

আজ শুক্রবার (১৮ জুন) দুপুরে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

তিনি জানান,ভ্রাম্যমান আদালতে পোপাদিয়া ইউনিয়নের কানুনগো পাড়ার নন্দন পার্ক কমিউনিটি সেন্টার ও আমুচিয়া ইউনিয়নের তাজ পার্ক কমিউনিটি সেন্টারকে বিয়ে আয়োজন করায় প্রতিটিকে সাত হাজার টাকা করে জরিমানা করা হয়েছে ।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।