খেলাঘরের বোয়ালখালী উপজেলা সদরের শাখা দিশারী খেলাঘর আসরের সভা সংগঠনের সহ সভাপতি শামীমা আখতার খানমের সভাপতিত্বে আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল তিন টায় অস্থায়ী কার্যালয়ের অনুষ্ঠিত হয়েছে।
আসরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় খেলাঘর বোয়ালখালী উপজেলা আয়োজিত বর্ণমালা অংকন কর্মশালা, বর্ণমালার মিছিল, বর্ণমালায় শহিদ মিনার সজ্জিতকরণ, প্রভাত ফেরী, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন,উপজেলা প্রশাসন আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অংশগ্রহন করায় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় ।
সভায় বক্তব্য রাখেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল, খেলাঘর সংগঠক শুভাশ্রী চৌধুরী, পিকলু চৌধুরী,আসরের সাংষ্কৃতিক সম্পাদক মনিষা শীল,সমাজ কল্যান সম্পাদক রাজিয়া সুলতানা, ক্রীড়া সম্পাদক প্রবীর শীল, পাঠাগার সম্পাদক এম মিজবাহ উদ্দিন জয়, সোনিয়া শীল, জান্নাতুল ফেরদৌস,সানজিদা আকতার লিজা, শম্পা দে, হোসনেয়ারা বেগম হ্যাপী,প্রিয়া নাথ,ফারিহা নঈম ঔশী, আলিফুনেচ্ছা আলিফ, হাসনাত মহিম, দ্বীপ পাল , শ্রবন্তী দে, কাঈফা আকতার ,দীপলী শীল পূজা প্রমুখ।
সভায় ঐতিহাসিক ৭ ই মার্চ, জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন, ২৫ মার্চ কালরাতে আলোর মিছিল, মহান স্বাধীনতা দিবস উদযাপন, আনন্দ ভ্রমন ও সুবিধা জনক সময়ে আসরের সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।