দেশকে দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষে এবং বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ ও দুগ্ধ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বৃহত্তম কার্যক্রম ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’-এর সহযোগিতায় আগামী ৫ জুন, শনিবার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।
“দুধ ,ডিম,মাংস খান,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ,বিশেষ অতিথি থাকবেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম,সভাপতিত্ব করবেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ।
দিনব্যাপী বিনামূল্যে সেদ্ধ ডিম (যে যতবার খেতে পারেন) খাওয়ানো হবে জানিয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: সেতু ভূষণ দাশ উক্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনী পরিদর্শনের জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।