বোয়ালখালী পৌরসভা সদরে ত্রিলোকেশ মহাশ্মশানের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান আগামীকাল শুক্রবার ( ৬ মে ২০২২) অনুষ্ঠিত হবে ।
সকাল সাড়ে সাত টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন গোমদন্ডী যোগাশ্রাম ট্রাস্ট এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সুসিদ্ধানন্দ মহারাজ। মহান অতিথি থাকবেন শ্রীমৎ নির্বানানন্দ সরস্বতী মহারাজ, প্রধান অতিথি থাকবেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহরুল ইসলাম জহুর । বিশেষ অতিথি থাকবেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সুণীল চন্দ্র ঘোষ। সভাপতিত্ব করবেন ত্রিলোকেশ মহাশ্মমান বাস্তবায়ন পরিষদের সভাপতি আনন্দ মোহন দত্ত।
ত্রিলোকেশ মহাশ্মমান বাস্তবায়ন পরিষদের প্রধান উপদেষ্ঠা গোমদন্ডী যোগাশ্রম এর কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী সকলের উপস্থিতি কামনা করেছেন ।