বোয়ালখালীতে ডাকাতি প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ, দুইটি রাম দাসহ দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেট সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরখিজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন, বায়েজিদ থানার চালিতাতলি দারোগাবাড়ির মৃত নুর আলমের ছেলে মো. বখতেয়ার উদ্দিন রুবেল (৩২), নোয়াখালী জেলার হাতিয়ার ভয়ারচর ৩নং ওয়ার্ডের মৃত আজাদ হোসেনের ছেলে মো. আলতাফ (৩৫) ও রাউজান উপজেলার গহিরা তোয়াই নগরের মনসুর সিদ্দিকীর ছেলে ইমতিয়াজ উদ্দিন সুমন (২৮)।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম সিটিজি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরখিজিরপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র-গুলি ও ব্যবহৃত সিএনজি অটোরিকশাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
পরে আসামিদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।