প্রধান পাতা

বোয়ালখালীতে জ্যৈষ্ঠপুরায় পাঠশালার ফ্রি টিকা নিবন্ধন

(Last Updated On: )

”প্রধানমন্ত্রীর অঙ্গিকার, ভ্যাকসিন সবার অধিকার” এ প্রতিপাদ্যকে সফল করার লক্ষে উপজেলার শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা যুব সংঘের সহযোতিায় প্রান্তিক জনগোষ্টীকে সৃজনশীল, সেবাধর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন পাঠশালার ফ্রি কোভিট -১৯ টিকা নিবন্ধন অনুষ্ঠিত হয়।

আজ (১৪ই আগষ্ট) শুক্রবার সকালে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী নিউজ ডট কমের সম্পাদক আবুল ফজল বাবুল, আসক ফাউন্ডেশনের সহ সভাপতি গোলাম মোস্তফা মেম্বার, স্থানীয় ইউপি সদস্য  মো. জাহাঙ্গীর আলম, জ্যৈষ্ঠপুরা যুব সংঘের সভাপতি মোজাম্মেল হক বকুল,সাধারণ সম্পাদক ইউনুছ আজম খোকন ।

পাঠশালার উদ্যোক্তা সুব্রত দত্ত রাজু ও গৌরব মজুমদার রন্টির পরিচালনায় নিবন্ধন কার্যক্রমে অংশ গ্রহন করেন জ্যৈষ্ঠপুরা যুব সংঘের ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক মো. জাবেদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তারেক উদ্দিন,ছাত্রনেতা মো. আমান উল্লা, মামুনুর রশিদ, গ্রাম পুলিশ, জয় চক্রবর্তী প্রমুখ ।

পাঠশালার উদ্যোক্তা সুব্রত দত্ত রাজু কার্যক্রম সম্পর্কে বলেন, ‘সুবিধাবঞ্চিতরা যাতে ভ্যাকসিনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পিছিয়ে না পড়ে, সে জন্য আমাদের এ উদ্যোগ। আমরা অসংখ্য মানুষকে এ কার্যক্রমের আওতায় আনতে পেরেছি। পাশাপাশি কোভিড-১৯ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেও কাজ করছি।’

উল্লেখ্য, মহামারির শুরু থেকেই মানুষের পাশে দাঁড়াতে পাঠশালা বেশ কিছু কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। সফলভাবে সেসব কার্যক্রম পরিচালনাও করতে পেরেছে। বর্তমানে বিনা খরচে টিকা নিবন্ধন করে দেওয়ার পাশাপাশি বিনা মূল্যে জরুরি অক্সিজেন সরবরাহও করে যাচ্ছে সংগঠনটি। নিবন্ধন করতে আগ্রহীকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনার আহ্বান জানানো হয়। ২৫ বছরের উপরে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসা অসংখ্য মানুষের নিবন্ধন বিনা খরচে করে দেয় সংগঠনটি।

উদ্বোধনকালে শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম ‘তরুণদের এ উদ্যোগে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ কোনো খরচ ছাড়াই টিকার জন্য নিবন্ধন করতে পারছেন। সবাইকে টিকার আওতায় আনা খুবই জরুরি। 

 নিবন্ধিতদের মোবাইলে টিকা গ্রহনের তারিখ সম্বলিত ম্যাসেজ প্রাপ্তি সাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহনের আহবান জানানো হয় ।