বোয়ালখালীতে ১০টি ৫শ টাকার জাল নোটসহ শহিদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার(১৫ আগস্ট) ভোরে উপজেলার শাকপুরা মেলিটারী পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বাঁশখালী উপজেলার শেখের খীল ইউনিয়নের ইদ্রিস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ভোরে শহিদুল টহল পুুলিশ দেখে পালানোর সময় ধাওয়া দিয়ে আটক করা হয়। এ সময় তার শার্টের পকেট থেকে ১০টি ৫শ টোকার জাল নোট উদ্ধার করা হয়। এসব জাল নোট পটিয়া উপজেলার বাদামতল এলাকার ইউনুচ নামের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছে বলে পুলিশকে জানিয়েছে শহিদুল।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে বোয়ালখালী থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে থানার পুলিশ পরির্দশক তদন্ত মো. আবুল কালাম।