বোয়ালখালীতে ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে পটিয়ার ব্যবসায়ী মিজানের প্রান । আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আরকান সড়কের আপেল আহমদের টেক এলাকায় নয়া রাস্তার মাথায় লবনবাহী ট্রাক মোটর সাইকেল আরোহী মিজানকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি । ঘাতক ট্রাক আটক করেছে পুলিশ । চালক পলাতক ।
স্থানীয়রা তাকে বোয়ালখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.সাইমুনা জেসমিন পিংকী মিজানকে মৃত ঘোষনা করেন ।
নিহত মিজানুর রহমান (৩০) পটিয়া উপজেলার হাবিলাসিদ্বীপ ইউনিয়নের মনসা হুলাইন এলাকার জলিল মেম্বারের বাড়ীর মোহাম্মদ মাওলার ছেলে । চার ভাইয়ের সবার বড় মিজানের মনসার টেক এলাকায় মওলা মার্কেটে মিজান গ্লাস হাউস নামের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ।
নিহত মিজান ব্যবসায়ীক কাজে নগরের কাপ্তাই রাস্তার মাথায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে পারিবারিক সুত্রে জানা গেছে ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান , ঘাতক লবন বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে । চালক পলাতক । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে । লাশ মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে ।