প্রধান পাতা

বোয়ালখালীতে গান কবিতা কথামালায় বিশ্ব শিশু দিবস উদযাপন

(Last Updated On: )


বোয়ালখালীতে গান কবিতা কথামালায় বিশ্ব শিশু দিবস উদযাপিত হয়েছে। আজ শুক্রবার(১৪ অক্টোবর) বিকালে দিশারী খেলাঘর আসরের উদ্যোগে এ দিবস উদযাপন করা হয়
আসরের সমাজ কল্যাণ সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমা আকতরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি সাংবাদিক আবুল ফজল বাবুল, আসরের সাংষ্কৃতিক সম্পাদক মনিষা শীল, সদস্য রিয়া মল্লিক, জান্নাতুল ফেরদৌস, প্রিয়া নাথ, সোনিয়া শীল।
অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন আলিফুন্নেচ্ছা আলিফ,ঐশী বনিক,কাইফা আকতার,সাব্বিনা আকতার,মারুফুরন্নেছা মীম, মোহাম্মদ আবদুল্লাহ মহিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু অধিকার সনদের আলোকে শিশুদের জন্য এবং শিশুদের নিয়ে বিশ্বব্যাপী ইউনিসেফ বিশ্ব শিশু দিবস পালন করে । ১৯৮৯ সালের ২০ নভেম্বর বিশ্বনেতারা শিশু অধিকার বিষয়ে জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন করেন। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত মানবাধিকার চুক্তি।