আমরা বায়ান্নের সৃষ্টি। আমরা মহান মুক্তিযুদ্ধের অংশীদার। বিশ্বকে শিশুর বাসযোগ্য গড়ার আন্দোলন চলবে অবিরাম। আমরা মানুষে মানুষে গড়বই গড়বো মিতালী ।
আজ সোমবার (০২ মে ২০২২) বিকেলে খেলাঘর বোয়ালখালী উপজেলা আয়োজিত খেলাঘরের গৌরবের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন ।
সংগঠনের বোয়ালখালী উপজেলা সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান জামাল আবদুল নাসের এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্য ।
বোয়ালখালী উপজেলা সভাপতি আবুল ফজল বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির সম্পাদক জুয়েল চৌধুরী, দ্বীপশিখা খেলাঘরের প্রতিষ্ঠাতা ডা. মিহির বরণ বড়–য়া, দিশারী খেলাঘরের উপদেষ্ঠা শ্যামল বিশ্বাস, কিশোর কানন খেলাঘরের সাধারণ সম্পাদক রুপম চৌধুরী, দিশারী খেলাঘরের সংগঠক শুভাষী চৌধুরী, বিজশ্রী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক যুথিকা দে, সমাজ কল্যান সম্পাদক রাজিয়া সুলতানা,সদস্য সোনিয়া শীল, সানজিদা আকতার লিজা , হোসনেয়ার বেগম লিজা, কাইফা আকতার প্রমুখ ।
অনুষ্ঠানে শুরুতে জাতীয় ও খেলাঘর সংগীত পরিবেশন করে দিশারী খেলাঘর আসরের সদস্যবৃন্দ ।
(Last Updated On: )