মহান একুশে জাতীয় শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বোয়ালখালী প্রতিবছরে ন্যায় খেলাঘরের উদ্যোগে বর্ণমালার মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ রবিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে খেলাঘর বোয়ালখালী উপজেলা আয়োজিত বর্ণমালার মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে শেষ হয় ।
মিছিল শেষে বোয়ালখালী কেন্দ্রীয় শহিদ মিনার বর্ণমালায় সজ্জিত করে খেলাঘরের সদস্যরা । এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুল, উপজেলা শিক্ষা অফিসার মো. তরিকুল ইসলাম,পুলিশ অফিসার যতিন্দ্র ত্রিপুরা, দিশারী খেলাঘর আসরের উপদেষ্টা প্রদীপ বিশ্বাস, খেলাঘর সংগঠক শুভাশ্রী চৌধুরী,পিকলু সরকার, সহ সভাপতি ফরজানা ইয়াছমিন শিল্পী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমা আকতার, সাংষ্কৃতিক সম্পাদক মনিষা শীল, সমাজ কল্যান সম্পাদক রাজিয়া সুলতানা, ক্রীড়া সম্পাদক প্রবীর শীল, সানজিদা আকতার লিজা, সম্পা দে, সোনিয়া শীল,ফারিহা নঈম ঐশী, দিপালী শীল পুজা প্রমুখ ।