প্রধান পাতা

বোয়ালখালীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আহত ১,আটক ৩

(Last Updated On: )

বোয়ালখালীতে কিশোর গ্যাংয়ের চুরিকাঘাতে সবুজ চক্রবর্ত্তী (৪৮) নামের এক ঔষধ ব্যবসায়ী আহত হয়েছে । এ ঘটনায় ৩ কিশোরকে আটক করেছে পুলিশ । সুমন নামের অপরজন পালিয়েছে বলে জানান আটককৃতরা ।

আজ বুধবার (৬ জানুয়ারী) রাত ৮ ঘটিকায় উপজেলার আরকান সড়কের বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে ।

আহত সবুজ চক্রবর্ত্তী (৪৮) সারোয়াতলী ইউনিয়নের কনজুরী ব্রাক্ষণপাড়ার কালীপদ চক্রবর্ত্তীর ছেলে ।

আটককৃতরা হলেন পটিয়া উপজেলার কুসুমপুরার নেছার চেয়ারম্যানের বাড়ীর মো. আলী আকবরের ছেলে মো. হৃদয় (১৮),বাশঁখালী পৌরসভার দক্ষিণ আসকরিয়া পুরাতন বাজার এলাকার রশিদ আহমদের ছেলে সিএনজি চালক মো. আক্কাস(২২) ও বাশঁখালী সরল ইউনিয়নের আনন্দ পাড়া পূর্ব কাহারঘোনা দরবেশ আলীর বাড়ীর নুর আহমদের ছেলে মো. আরিফ (২৩) ।

আহত ঔষধ ব্যবসায়ী সবুজ চক্রবর্ত্তী জানান পাচরিয়া তপোবন আশ্রমের ধর্মসভা শেষে সিএনজি টেক্সীযোগে বাড়ী ফেরার পথে শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে ।

বোয়ালখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস কান্তি মজুমদার জানান গুরুতর আহত সবুজ চক্রবর্ত্তীকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে ।