বোয়ালখালীতে ধর্ষণের অভিযোগে হাসান ওরফে ইমন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ এপ্রিল) রাতে ওই কিশোরীর মা বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। তিনি কড়ল ডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়া নুর হোসেন মেম্বার বাড়ির মো. রহমত উল্লাহর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ আগস্ট সন্ধ্যায় কিশোরীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন ইমন। এ সময় বাড়িটি ফাঁকা ছিল। এরপর একইভাবে তাকে একাধিকবার ধর্ষণ করেন ইমন। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
কিশোরীর পরিবার বিষয়টি ইমনের বাবা রহমত উল্লাহকে জানালে তিনি স্থানীয়ভাবে মীমাংসা করার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে নিরুপায় হয়ে থানায় মামলা দায়ের করা হয়।
মামলার বাদী কিশোরীর মা বলেন, স্থানীয় প্রভাবশালী নেতা ও কয়েকজন জনপ্রতিনিধি মীমাংসার নামে সময় ক্ষেপন করে। পরে পাঁচ লাখ টাকা জমা দিলে সমাধান করে দেওয়ার প্রস্তাব দেয়। হত দরিদ্র মানুষ এত টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় আইনের আশ্রয় নেন বলে জানান তিনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এ ঘটনায় নারী ও শিশু আইনে মামলা রজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে যদি আরো কেউ জড়িত থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।