প্রধান পাতা

বোয়ালখালীতে কাস্তে প্রতীকের ব্যানার-পোস্টারে আগুন

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আমুচিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থীর কাস্তে প্রতীকের পোস্টার-ব্যানার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কাস্তে প্রতীকের প্রার্থী অনুপম বড়ুয়া পারু।

সিপিবি মনোনীত প্রার্থী অনুপম বড়ুয়ার পারু অভিযোগ করে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন ২৭ ডিসেম্বর সন্ধ্যায় আমুচিয়া ইউনিয়নের মাস্টার বাজার এলাকায় টাঙানো কাস্তে প্রতীকের পোস্টার ও ব্যানারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এসময় কাস্তে প্রতীকের কর্মীদের মারধর করে গলা চেপে ধরে হুমকি প্রদান করে। এর আগে ইউনিয়নে বিভিন্ন স্থানের কাস্তে প্রতীকের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেন তিনি।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনে ভয় জেগেছে জানিয়ে অনুপম বড়ুয়া পারু বলেন, ‘পোস্টার ব্যানার ছিঁড়ে বা আগুন দিয়ে কারো বিজয় রুখে দেওয়া যায় না। ভোট পোস্টার ব্যানারে নয়, মানুষের অন্তরে থাকে। এলাকাবাসী দুঃশাসনের অবসান চান, তারা ভোটের ব্যালেটের মাধ্যমে জবাব দেবেন।

তবে এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কাজল দে এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।