প্রধান পাতা

বোয়ালখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা

(Last Updated On: )

বোয়ালখালীতে লকডাউনের প্রয়োজনীয়তা ও করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার এবং তার খারাপ দিকগুলো তুলে ধরে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

আজ ২৯ জুন, মঙ্গলবার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তিনি সাধারণ পথচারী ও সিএনজি চালকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরযান অধ্যাদেশ আইনে ৭টি মামলায় ১৪০০টাকা জরিমানা করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, গত ৯ দিনে বোয়ালখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৪ জন। বোয়ালখালী উপজেলায় গত বছরের ১৪ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ নিয়ে ২৯ জুন, মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৩০জন। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।