বোয়ালখালীতে কমরেড সুনীল চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ।
আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে পশ্চিম শাকপুরায় তাঁর সমাধিতে পার্টির উপজেলা সভাপতি অধ্যাপক কানাই দাশের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন পার্টির সহ সাধারণ সম্পাদক ডা. অসীম কুমার চৌধুরী, শিক্ষকনেতা আমীর হোসেন, শিক্ষক বিজয় শংকর চৌধুরী,বাবুল বিশ্বাস, যুবনেতা অনুপম বড়ুয়া পারু, পার্থ প্রতীম সিংহ ।
এসময় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত স্মরণ সভায় বক্তারা বলেন কমরেড সুনীল চক্রবর্তী ছিলেন একজন খেলাঘর নেতা, একজন শিক্ষক নেতা, একজন বিজ্ঞানমনস্ক প্রগতিশীল চিন্তার মননশীল অনন্য অসাধারণ মানুষ। শিক্ষক ও ছাত্রদের অধিকার আদায় আন্দোলনের বলিষ্ঠ ভূমিকার কথা উল্লেখ করেন কয়েকজন শিক্ষক নেতা।দেশ-জাতি-সমাজের কল্যাণে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। আমৃত্যু লালন করেছেন অসাম্প্রদায়িক, প্রগতিশীল চিন্তাচেতনা।