বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) বোয়ালখালী উপজেলার প্রতিষ্ঠাকালীন সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, প্রখ্যাত কৃষকনেতা প্রাক্তন সভাপতি কমরেড মোহাম্মদ আমিনের আজ ১২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ( ১৪ এপ্রিল২০২২) বৃহষ্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলা কমিটি কমরেড আমিনের কবরে পুষ্প মাল্য অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ, বোয়ালখালীর সভাপতি কমরেড নজরুল ইসলাম আজাদ, জামাল আবদুল নাসের, উদীচী সভাপতি ডা. অসীম কুমার চৌধুরী, সিপিবি বোয়ালখালীর সহসম্পাদক অনুপম বড়ুয়া পারু,শ্যামল চৌধুরী ও পার্থসারথী সিংহ প্রমুখ।
কমরেড মো. আমিন আমৃত্যু কমিউনিস্ট পার্টির পতাকাতলে থেকে গরীব-দুঃখী ও মেহনতী মানুষের আন্দোলন সংগ্রামকে বেগবান করেন। মহান মুক্তিযুদ্ধ ও দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে কমরেড তিনি ছিলেন প্রথম সারির সংগঠক ।রাজনৈতিক লড়াই সংগ্রাম ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক আন্দোলন প্রগতিশীল সংগ্রামে কমরেড ছিলেন সোচ্চার।