প্রধান পাতা

বোয়ালখালীতে কমরেড নুর আকতারের ইন্তেকাল

(Last Updated On: )

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্ম¥দ আলীর সহধর্মীনী সাবেক সংরক্ষিত ইউপি সদস্য কমরেড নুর আকতার( ৬২) ইন্তেকাল করেছেন । (ইন্না লিল্লাহে ….. রাজেউন।
আজ বৃহষ্পতিবার ( ৯ জুন) সকাল ৮টায় নগরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন । আজ বাদ মাগরিব বোয়ালখালীর আকুদন্ডীস্থ নিজ বাড়ীতে জায়নাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে ।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । তিনি শাকপুরা হাজী রহমত আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহন করেন। পোপাদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্যসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন ।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক অশোক সাহা, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর,চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক কানাই দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট শওকত আলী,বোয়ালখালী উপজেলার সভাপতি কমরেড নজরুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক মো. জমি উদ্দীন, বোয়ালখালী উপজেলার সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার, বাংলাদেশ কৃষক সমিতি বোয়ালখালী উপজেলার সভাপতি দিদারুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক অনপম বড়–য়া পারু,উদীচী শিল্পী গোষ্ঠী বোয়ালখালী উপজেলার সভাপতি ডা. অসীম কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দাশ, বাংলাদেশ যুব ইউনিয়ন বোয়ালখালী উপজেলার সভাপতি সুদীপ দাশ, সাধারণ সম্পাদক সুকান্ত শীল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বোয়ালখালী উপজেলার সভাপতি রুপন দাশ, সাধারণ সম্পাদক রাজ চৌধুরী গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।