বোয়ালখালীতে কধুরখীল সরকারী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ জানুয়ারী) সকাল ১১টায় ভর্তি কমিটির সভাপতি,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ লটারী অনুষ্ঠিত হয় ।
ভর্তির লটারী কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। তাঁকে সহায়তা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার মো. মোজাম্মেল হক চৌধুরী, শিক্ষা অফিসার অজন্তা ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম,মো.বেলাল হোসেন,আবদুল মান্নান মোনাফ,কাজল দে, বোয়ালখালী নিউজ ডট কমের সম্পাদক আবুল ফজল বাবুল বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের,শিক্ষক আমির হোসেন, আব্দুস সোবান ভূঁইয়া,প্রভাকর চক্রবর্ত্তী, জমির উদ্দিন প্রমুখ ।
৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিতদের ফলাফল :
১৫২,১৯০,২৯৫,৩০২,১২১,২৮৩,১০০,১৭২,২৭৪,১৫৩,২২০,২৬৮,১৫৭,০৮,২০২,১৮৫,১১৮,২১৪,৬৮,১৮৭,২৭৯,৮৭,০৬,১৯৩,২৪৫,২২১,১০৫,১১৭,৩১৩,৩০৭২৫৭,৬৪,১৫১,১৯,৫২,৯৯,১৪৮,১৯২,৩৮,৪১,২৬৫,২৫৫,২৫১,০৭,৩১৪১৩০,৪৮,২৩৫,২০৩,২১০,৫৬,২৫৪,১৪৭,১৯৯,১৫৬,২৪০,৩৫,১৮৪,৬৩,১০৬,২৪,১৯৪,৩০৩,৫৪,২৭৫,১৪,২০৫,১১১,০৩,৮৮,৯০,৯১,২৫৮,১৯৭,৮৫,৪৬,৩২১,৩১৬,১৫৮,৪৫,২৪৭,২৩০,০৫,১২০,২৩৯,২২৬,১২৮,১৬৪,১৬৬,১৪১,২২৯,১৭৫,৩০৪,২৯৪,১০২,৩২২,১৩৭,৯৫,২৮১,১৯১,১৮০,০২,১৪৬,২৬,১৯৫,৬৯,২২৪,২১৯,১৩৮,১৬০,১৭,২০,৩১৭,২৬৭,০৪,৯৩,২৯,৪৭,১৬৯,২৭,৪৯,১০১,২৩৪,৫৭,৫০,১৩৫,১৬৭,২২২,৩০৬,১৭৮,২৬৪,৩১৯,৩৬,২৮৫,২০৪,২০৮,২৯৮,১৬৫,২৬৯,৭৪,২২৭,৮০,৪৪,১৩৩,৯২,২৫ ।=১৪৬ জন
অপেক্ষামান তালিকা :(আসন খালি থাকা সাপেক্ষে) ২৪৩,২৩২,৩৩,৫৬,২৯৬,৭২,২৭১,২৯২,৬৬,১৫,১৮৮,৮৯,১১৪,৩৪,১৫৫,২৫২,১৪০,১০৯,১৯৯,১০৭,৩০১,২১৭,২২৫,২৭৩,১৩ = ২৬ জন।
৭ম শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিতদের ফলাফল :
৭০১,৭২৩,৭০৫,৭১৭,৭০৭,৭৩৬= ০৬ জন ।
অপেক্ষামান তালিকা :(আসন খালি থাকা সাপেক্ষে):
৭০৬,৭২৫,৭০৪,৭৩০,৭১২,৭১৮=০৬ জন ।
৮ম শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিতদের ফলাফল : ৮২২,৮২৫,৮২৭= ০৩ জন
অপেক্ষামান তালিকা :(আসন খালি থাকা সাপেক্ষে):
৮০৩,৮২৮,৮২৬=০৩ জন ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বড়ুয়া বলেন, ৬ষ্ঠ শ্রেণিতে ৩৬৫ জন, ৭ম শ্রেণিতে ৩০জন ও ৮ম শ্রেণিতে ৩০জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এরমধ্যে লটারির মাধ্যমে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে ১৪৬ জন, ৭ম শ্রেণিতে ৬জন ও ৮ম শ্রেণিতে ৩জনকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণিতে ২৫জন, ৭ম শ্রেণিতে ৬জন ও ৮ম শ্রেণিতে ৩জনকে অপেক্ষমান রাখা হয়েছে।