প্রধান পাতা

বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শনিবার

(Last Updated On: )

বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হবে আগামী শনিবার । বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা হল রুম অপরাজিতায় অনুষ্টিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান আয়োজক কমিটি ।

প্রেস ব্রিফিং করেন এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন । লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির মহাসচিব এস.এম. শহীদুল ইসলাম । বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব জহুরুল ইসলাম জহুর, আলী আকবর, হারুনুর রশিদ বাবলু, মিডিয়া উপ কমিটির চেয়ারম্যান চৌধুরী লোকমান ও সদস্য সচিব সেকান্দর আলম বাবর।

বক্তব্যে জানানো হয়, আগামী ২৩ জানুয়ারী বেলা আড়াইটার সময় কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম-৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে পশ্চিম গোমদণ্ডী বনাম চরণদ্বীপ।

এতে আরো বলা হয়, এ টুর্নামেন্টে উপজেলার ১২টি দল ৪টি গ্রুপে অংশ নিয়েছে। উপজেলার তিনটি মাঠে পর্যায়ক্রমে লীগ পর্যায়ের খেলা, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। এসময় প্রতিটি খেলা পরিচ্ছন্ন ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটি।

এর আগে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে