বোয়ালখালীতে পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত ১ জন ও ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার ( ১৫ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয় । এসময় ৮০ টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন পরোয়ানাভুক্ত আসামী কধুরখীলের মৃত নুরুল আলমের ছেলে নবী আলম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক ভঞ্জের ছেলে জয়ন্ত ভঞ্জ প্রকাশ অনিক(২৬), পোপাদিয়া সৈয়দপুর এলাকার অজিত চৌধুরীর বাড়ীর শাহ আলমের ছেলে মো. ছোটন (৩০) ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান , অভিযান চালিয়ে সিআর পরোয়ানা মূলে ০১ জন আসামি এবং ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে । আসামীদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।