বোয়ালখালীতে আবদুল হামিদ ফকির (৬৮) ইন্তেকাল করেছেন ।(ইন্না লিল্লাহে……রাজেউন) আজ মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুর ১ টায় উপজেলা সদরের মীরপাড়ায় নিজ বাড়ীতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।
আজ বাদ মাগরিব তাঁর নামাজের জায়নাজা হযরত জলিল শাহ র মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে পারিবারিক সুত্রে জানা গেছে ।
তিনি মীর পাড়ার কাশেম ড্রাইভারের বাড়ীর মৃত সোলতান আহমদের ছেলে ।