প্রধান পাতা

বোয়ালখালীতে আটক ৩১ রোহিঙ্গা কারাগারে

(Last Updated On: )

বোয়ালখালীতে লেবু বাগানে কাজ করার সময় ৩১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। জানা গেছে, এসব রোহিঙ্গা কক্সবাজারের আশ্রয়শিবির থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে ফাঁকি দিয়ে বোয়ালখালীতে এসে দিনমজুর হিসেবে কাজ করছিল।

বিষয়টি মহানগর নিউজকে নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। মামলায় ৩১ রোহিঙ্গা ছাড়াও তাদের আশ্রয়দাতাদের আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক রোহিঙ্গাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তারা এখন চট্টগ্রাম কারাগারে আছে।

প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার মুখে ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে। পরে কিছু রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। সম্প্রতি ভাসানচর থেকে পাচার হওয়ার সময় সন্দ্বীপ এবং জোরারগঞ্জ থানা পুলিশ দুই দফায় বিভিন্ন বয়সী রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করে।