প্রধান পাতা

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৬ দোকানঘর

(Last Updated On: )

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৬ দোকানঘর। এর মধ্যে দুই দোকানে ব্যাচেলর ভাড়াটিয়া ছিলো।

শনিবার ( ৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নুরুল আবেদীন জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে আবু বক্কর ছিদ্দিকীর কাগজের গোডাউন, আব্দুল কন্ট্রাক্টরের দোকান, বজল সওদাগরের দোকান, আমীর হোসেনের ফার্নিচার দোকান, আকতার হোসেনের ফাইপ ফিটিংসের দোকান ও নুরুল ইসলামের কসমেটিকের দোকান পুড়ে গেছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।