প্রধান পাতা

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

(Last Updated On: )

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে ফাতেমা বেগম (৮০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব গোমদণ্ডীতে এ ঘটনা ঘটে।

রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আবদুল্লাহ আল মামুন।  

তিনি বলেন, ৫টার দিকে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুইটি কাচা কক্ষ পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

নিহত বৃদ্ধা ফাতেমা বেগম স্থানীয় মৃত আবুল কাশেমের স্ত্রী।  

স্থানীয় পৌর কাউন্সিলর মো. ইসমাইল হোসেন চৌধুরী আবু বলেন, বৃদ্ধা ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। তার এক মেয়ে রয়েছে। তবে মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ঘরে তিনি একাই থাকতেন।