বোয়ালখালীতে অবৈধভাবে দোকান বসিয়ে যানজট সৃষ্টিকারী ৬ দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ আগস্ট) সকালে উপজেলার গোমদন্ডী বুড়ি পুকুর পাড় রেল ক্রসিং এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন বলেন, গোমদন্ডী বুড়ি পুকুর পাড় রেল ক্রসিং এর পাশে যত্রতত্র দোকান বসিয়ে জনসাধারণ চলাচলে বিঘ্ন, প্রতিনিয়ত যানজট সৃষ্টি এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯- ধারায় ৬ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে অন্যান্যদেরকে সতর্ক করেছেন বলে জানান তিনি।