উপজেলার পশ্চিম চরনদ্বীপ আনু মিয়ার বাড়ী সংলগ্ন কর্নফুলী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৫৫) পুরুষের লাশ উদ্বার করেছে পুলিশ ।
আজ রবিবার (২৩ মে ) দুপুর ২. ৫০ টায় এ লাশ উদ্ধার করা হয় বলে জানান বোয়ালখালী থানার উপ পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল ।
তিনি জানান আনুমানিক ৩ দিনের এ লাশের গায়ে পচন ধরেছে ফলে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি । লাশের পরনে হাফ শার্ট ও প্যান্ট রয়েছে ।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল করিম জানান এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করে লাশ মর্গে প্রেরন করা হয়েছে ।