চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দুই দশক পর চালু হয়েছে এক্স-রে মেশিন। এর মাধ্যমে এক্স-রে সুবিধা সেবা পাবেন রোগীরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় তলায় ডিজিটাল এ এক্স-রে মেশিনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দীন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম রাশেদুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। হাসপাতালের টেকনোলোজিষ্ট মো.আনসার জানান, ডিজিটাল এই এক্স-রে মেশিনের মাধ্যমে তাৎক্ষণিক রোগ নিরুপণ করা যাবে। সেবা গ্রহীতারা নির্ধারিত ফি দিয়ে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ সেবা নিতে পারবেন।
সম্পৃক্ত খবর
বীরমুক্তিযোদ্ধা কিশোর শহিদ এখলাছুর রহমানের ৬৭ তম জন্মবার্ষিকী পালিত
(Last Updated On: ) মুক্তিযুদ্ধে বোয়ালখালীর প্রথম শহিদ এখলাছুর রহমানের ৬৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৯ মে ( শুক্রবার) বিকালে খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়। এছাড়াও জম্ম বার্ষিকী উপলক্ষে শহীদের পরিবারের পক্ষ থেকে খতমে কোরান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি আবুল ফজল বাবুলের সভাপতিত্বে […]
দেশে ফের দেখা মিললো ‘রেড কোরাল কুকরি’
(Last Updated On: ) বিশ্বে ২৩তম এবং বাংলাদেশে দ্বিতীয় বারের মত দেখা মিললো ‘রেড কোরাল কুকরি’ নামের বিরল প্রজাতির সাপ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাট ইউনিয়নের পশ্চিম ভাণ্ডারু গ্রাম এলাকার একটি বাশ ঝাঁড় থেকে মৃত অবস্থায় সাপটি উদ্ধার করেন স্থানীয়রা। বর্তমান সাপটি বন্যপ্রাণী সংরক্ষক ও ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহ’র কাছে সংরক্ষণে রয়েছে। […]
আফগানিস্তানে নিষিদ্ধ হচ্ছে সংগীত
(Last Updated On: ) আফগানিস্তানে আবারও নিষিদ্ধ হতে যাচ্ছে সবধরনের সংগীত। গত মঙ্গলবার তালেবান বাহিনীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। জাবিউল্লাহ বলেন, ‘ইসলামে সংগীত নিষিদ্ধ…তাই আশা করছি, আমরা লোকজনকে এ ধরনের কর্মকাণ্ড না করার বিষয়টি বোঝাতে পারব।’ তিনি বলেন, ‘নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ […]