প্রধান পাতা

বোয়ালখালী হাসাপাতালে দীর্ঘদিন পর চালু হলো এক্স-রে মেশিন

(Last Updated On: )

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দুই দশক পর চালু হয়েছে এক্স-রে মেশিন। এর মাধ্যমে এক্স-রে সুবিধা সেবা পাবেন রোগীরা। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দ্বিতীয় তলায় ডিজিটাল এ এক্স-রে মেশিনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দীন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম রাশেদুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। হাসপাতালের টেকনোলোজিষ্ট মো.আনসার জানান, ডিজিটাল এই এক্স-রে মেশিনের মাধ্যমে তাৎক্ষণিক রোগ নিরুপণ করা যাবে। সেবা গ্রহীতারা নির্ধারিত ফি দিয়ে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ সেবা নিতে পারবেন।