বোয়ালখালী শিল্পী সংস্থার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে ২০২৪ শুক্রবার বিকালে উপজেলা সদরের বুড় পুকুর পাড় সিএনজি স্টেশনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন তৈয়বিয়া তাহেরিয়া সুলতান মোস্তফা কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ শফিক, প্রধান অতিথি ছিলেন ষ্ট্যান্ডার্ড ব্যাংক লি: এর সাবেক পরিচালক আলহাজ্ব জাহেদুল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা আবদুল মোতালেব, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীম আরা বেগম, বোয়ালখালী শিল্পী সংস্থার উপদেষ্ঠা এম এস আলম,মোহাম্মদ সেলিম উদ্দিন সেলিম, শ্যামল বিশ্বাস, রুবেল দাশ বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক সিকদার, এম আবুল বশর, গোলাম মোস্তফা মেম্বার । শুভেচ্ছা বত্কব্য রাখেন শাহা আলম বাবলু, কামাল উদ্দিন,বাবলী ঘোষ,জানে আলম,বাছেক মিয়া, মো: নাছের,রানা দে, মো: সেলিম নাজমা আকতার।আলোচনা সভা শেষে রাতব্যাপী মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।