চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য ৯৪ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার ৫৭০টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর। ১০ আগস্ট, বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে গণমাধ্যমকর্মী, পৌর কাউন্সিলর ও কর্মকর্তার উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন তিনি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব হিসাবে আয় ধরা হয়েছে ৪ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার ৫৭০ টাকা এবং উন্নয়ন হিসাবে ৯০ কোটি টাকা আয় ধরা হয়েছে। এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও রক্ষণাবেক্ষণের জন্য ৬ কোটি ৩২ লাখ ৮৫ হাজার টাকা এবং অবকাঠামো উন্নয়ন বাজেটে ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৫৩ লাখ টাকা। এতে সমাপনী জের ধরা হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকা। বাজেট ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র জহুরুল ইসলাম। এ সময় পৌর প্যানেল মেয়র রেবেকা সুলতানা মণি, মো. তারেকুল ইসলাম, পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ, সিরাজুল হক, মো. ইসমাইল হোসেন চৌধুরী আবু, শেখ আরিফ উদ্দিন জুয়েল, মাহমুদুল হক, জাহাঙ্গীর আলম, মো. পারভেজ, হাজী নাছের আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, শাহনাজ পারভীন, পৌর সচিব মো.মোশাররফ হোসেনসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশন শেষে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের জন্য পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীতে মুনিবাবার ১৬২ তম আবির্ভাব মহোৎসব আগামীকাল
(Last Updated On: ) বোয়ালখালীতে শ্রীমন্মহর্ষি হরিকৃপানন্দ স্বামী প্রকাশ মুনিবাবার ১৬২ তম আবির্ভাব মহোৎসব আগামীকাল বুধবার (২২ ডিসেম্বর) শ্রী শ্রী গোমদন্ডী যোগাশ্রমে অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে উষাকীর্তন,বৈদিক শান্তিমন্ত্র পাঠ, নামকীর্তন সহকারে নগর পরিক্রমা, জাতীয় পতাকা ও গৈরিক ধ্বজা উত্তোলন, মঙ্গলময় প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে মহোৎসবের শুভ উদ্বোধন,শ্রমদ্ভগবদগীতাপাঠ, গুরুব্রহ্মের পূজা, শান্তিযজ্ঞ, ভোগরাগযজ্ঞ,আনন্দগীতি , কীর্তন ও মহাপ্রসাদ […]
বোয়ালখালীতে প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস বিতরণ
(Last Updated On: ) বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী’র সাবেক নির্বাহী কমিটির বিদায়ী সংবর্ধনা, কৃতি স্কাউটস সম্মাননা, অভিষেক ও কাব ড্রেস বিতরণ অনুষ্ঠান ২৩ ফ্রেব্রু কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান […]
বোয়ালখালীতে সরকারি জায়গা দখল করে স্থাপনা
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীতে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর সদরের খায়ের মঞ্জিল বহদ্দারপাড়া সড়কের সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করেন স্থানীয় বাসিন্দা হাজী আহাম্মদ মিয়া, মো. সুমন ও মো.হারুণ।এ বিষয়ে সরকারি জায়গা পরিমাপ করে দখলদারদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি) ও […]