চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যানের শুন্য পদে উপ নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি, সোমবার নিবার্চন কমিশন এ সময়সূচি ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে পত্রে জানা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় ২ লাখ ১৬ হাজার ৮১৭ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯২ ও ১ লাখ ১ হাজার ৭২৫ মহিলা ভোটার রয়েছেন। প্রসঙ্গত বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম গত বছরের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। গত ৪ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা দিয়ে উপনির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। মরহুম নুরুল আলম ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
সম্পৃক্ত খবর
বোয়ালখালীর সাবেক নির্বাহী অফিসার আলতাফ হোসেন চৌধুরী আর নেই
(Last Updated On: ) বোয়ালখালীর সাবেক নির্বাহী অফিসার(২০০৪-২০০৬), ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, ১১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী আর নেই । তিনি আজ (১৭ জুন ) ভোরে ঢাকায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন । (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজেউন) তাঁর মৃত্যুতে বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস […]
বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
(Last Updated On: ) চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন এনামুল হক (২৮) নামের এক যুবক। গতকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনামুল হককে মৃত ঘোষণা করেন। এনামুল বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের চরখিদিরপুর গাজী বাড়ির আজিজুল হকের একমাত্র ছেলে। তিনি প্রবাসে ছিলেন। করোনার প্রকোপ চলাকালীন সময়ে […]
গোলাম রহমান চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত
(Last Updated On: ) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এ চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন বোয়ালখালী উপজেলার শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল হোসেন এবং সদস্য সচিব ও প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ড. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলে গোলাম রহমান চৌধুরীর […]